ঢাকে কাঠি পরে গেল! বেজে গেল পুজোর বাদ্যি! খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল ফালাকাটায় দুর্গা পুজো প্রস্তুতি।

0
18

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঢাকে কাঠি পরে গেল! বেজে গেল পুজোর বাদ্যি! খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল ফালাকাটায় দুর্গা পুজো প্রস্তুতি। হাতে গুনে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পুজোর সূচনা করল ফালাকাটা মুক্তিপাড়া ইউনিট। জানা গিয়েছে, চিরাচরিত প্রথা মেনে উল্টো রথের দিন খুঁটি পুজো করে দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ প্রতিবছরের মত এবছরও শুরু করা হল ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের মাঠে। সোমবার ঢাক ঢোল বাজিয়ে পুজো অর্চনা করে খুঁটিপুজো মধ্যে দিয়ে, প্যান্ডেলে কাজ শুরু করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবছর নতুন কিছু ফালাকাটার বুকে নিয়ে আসে মুক্তি পাড়া ইউনিট। এবছরও ঠিক একই ভাবে নতুন কিছু নিয়ে আসতে চলেছে নতুন ভাবনায় মুক্তি পাড়া ইউনিট। পুরনো চিরচরিত রীতিমেন আজ উল্টো রথের দিন খুঁটি পুজো মধ্য দিয়ে পুজো প্যান্ডেলের কাজ শুরু করা হলো।