নিজস্ব সংবাদদাতা, মালদা:– মালদহের হবিবপুর ব্লকের আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির।এদিন অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয় আগে করুন রক্তবিচারকে সামনে রেখে আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে, সহচরী ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় সোমবার আইইহো উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে থ্যালাসেমিয়া কি রোগ তা ছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়।এদিন ১৮২ জন ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। শিবিরে সচেতনতা নিয়ে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা,ছাত্রী সামনে থ্যালাসেমিয়া নিয়ে বক্তব্য রাখেন এছাড়াও আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারমিতা পাল, উপস্থিত ছিলেন সকল শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
Home রাজ্য উত্তর বাংলা মালদহের হবিবপুর ব্লকের আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বিনামূল্যে থ্যালাসেমিয়া...