0
69

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এলাকার মৎস্যজীবীদের স্বনির্ভর করার উদ্যোগ নিল ফালাকাটা ব্লক প্রশাসন। মৎস্যচাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হল মাছের চারা পোনা। এলাকায় মাছ চাষ বাড়াতে এবং এলাকার আর্থিক অবস্থার উন্নতির জন্য ফালাকাটা ব্লক মৎস্য দপ্তরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার ফালাকাটা ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের উপস্থিতিতে স্থানীয় মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাছের চারা পোনা।জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮৫ জন মৎস্য চাষীদের এদিন মাছের চারা পোনা দেওয়া হয় পাশাপাশি বড় হাড়ি, নেট, মাছের খাবারও বিতরণ করা হয়। এদিন রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছের পোনা দেওয়া হয় মৎস্য চাষিদের। এই মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা৷