পৃথক সাঁওতালি বোর্ড গঠন সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার আন্দোলনে সরব হল ভারত জাকাত মাঝি পরগণা মহল।

0
16

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথক সাঁওতালি বোর্ড গঠন সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার আন্দোলনে সরব হল ভারত জাকাত মাঝি পরগণা মহল। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বালুরঘাট শহরে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে এই সংগঠণের পুরুষ ও মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট জেলা শাসকের কার্যালয়ের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জেলা কার্যালয়ের গেটেই তাদের আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে।
আন্দোলনকারীরা জানান, সাঁওতালি পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি, ঝাড়খন্ড ও ওড়িষায় সাঁওতালিকে প্রথম ভাষার স্বীকৃতি, ওই দুই রাজ্যে সাঁওতালি মাধ্যমে প্রথম থেকে বিশ্ব বিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করার মত দাবি রয়েছে।