সর্প সচেতনতা শিবির আয়োজন শহরে।

0
25

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- সর্প সচেতনতা শিবির আয়োজন শহরে। আজ ১৬ই জুলাই আজ আন্তর্জাতিক সর্প দিবস, এদিন আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে Dakshin Dinajpur Snake & Animals Protection Samity দক্ষিণ দিনাজপুর জেলার খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে এক সর্প সচেতনতা শিবির করলো। উল্লেখ্য স্কুল ছাত্রীদের মধ্যে সর্প সচেতনতা গড়ে তোলা, সম্প্রতি সর্প নিয়ে মানুষের মধ্যে বহু রকমের ভুল ধারণা লক্ষ করা যাচ্ছে সে সমস্ত দুর করতে এমন শিবির আয়োজন করছে সংস্থা বলে জানাযায়। আগামীতে আরো শিবির আয়োজন করবে সংস্থা। এদিন মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে নানা ধরনের বিষধর ও বিষহীন সাপ সম্পর্কে ছাত্রীদের পাশাপাশি স্কুল শিক্ষিকাদের অবগত করানো হয়। এদিনের অনুষ্ঠানে নানা সামাজিক বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সর্প ঘাতে সরাসরি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা জানানো হয়। ওঝা গুনিন হয় এসব এদিন অনুষ্ঠান থেকে বার্তা জানানো হয়। নানা রকমের সাপের ছবি মাধ্যমে তুলে ধরা হয় পাশাপাশি কোনটা কি সাপ সেই সমস্ত জানানো হয়। এদিনের অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি স্কুলের শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে এদিনের অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।