অবৈধ টেন্ডার প্রক্রিয়া পঞ্চায়েত প্রধান এর বিরুদ্ধ।

0
31

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে উদয়পুর গ্রাম পঞ্চায়েত ২৩ জন গ্ৰাম পঞ্চায়েত সদস্য সং্খ্যা, ১১ টি তৃণমূল আসনে, ৮ টি বিজেপি আসনে একটি নিরদল, ৪ টি আর এসপি নিয়ে পঞ্চায়েত গঠিত।। যৌথ উদ্যোগে পঞ্চায়েত প্রধান গঠিত হয় ।‌উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত গত ১৩ তারিখ অবৈধ টেন্ডার প্রক্রিয়া অভিযোগ উঠেছে দুই ঠিকাদার বিরুদ্ধে। গ্ৰাম পঞ্চায়েত সদস্য মধু বর্মন অভিযোগ করে বলেন আমাদের কে অন্ধকার মধ্য রেখে এই অবৈধ টেন্ডার প্রক্রিয়া করছে পঞ্চায়েত প্রধান এর বিরুদ্ধ। এই অভিযোগ কুশমন্ডি ব্লক বিডিও ও জেলা শাশকের কাছে অভিযোগ করেছেন মধু বর্মন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সাবিত্রী হেমরম ও উপ প্রধান বিশ্বনাথ রায়।। এই বিষয়ে উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বনাথ রায় বলেন অভিযোগ অস্বীকার করছি উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত শ্রী কৃষ্ণা কন্ট্রাকশন ও রুনা লায়লা কনস্ট্রাকশন তাদের বৈধ্য কাজ দেওয়া হচ্ছিল এবং আমরা সবাই কে নিয়ে সচ্ছ ভাবে টেন্ডার করছি বলে জানান উদয়পুর গ্রাম পঞ্চায়েত উপ প্রধান বিশ্বনাথ রায়।।