উপ-স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশ গাছগাছরা জঙ্গলে ভর্তি, আতঙ্ক সাপের।

0
18

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বর্ষায় এমনিতেই সাপের উপদ্রব বেশি থাকে বছরে অন্যান্য সময়ের থেকে। অথচ স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশ জঙ্গল , আগাছায় পরিপূর্ণ, এমতাবস্থায় সাপের আতঙ্কে আতঙ্কিত উপস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা নিতে আসা মা ও বাচ্চারা যদিও এ প্রসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক কর্মী বলেন – আমরা চেষ্টা করি নিজেদের উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশের আগাছা জঙ্গল পরিষ্কার করে রাখার , সবসময় টাকা পয়সা থাকে না তাই অনেক সময় হয়ে ওঠে না। তবে আতঙ্কের কিছু নেই, দিনের দিকে সবাই একটু খেয়াল করে এলেই কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কিন্তু সত্যি কি তাই ?
অতি সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে , দুর্ঘটনা জানিয়ে আসে না, তাই যেটা আগে করা উচিত সেটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা বলে মনে করে সেখানে চিকিৎসা করাতে আসা মানুষজন।