বাজারের দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল আউটলেটে আলু-পেঁয়াজ বিক্রি শুরু করল মালদা জেলা প্রশাসন।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাজারের দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল আউটলেটে আলু-পেঁয়াজ বিক্রি শুরু করল মালদা জেলা প্রশাসন। পাশাপাশি জেলা জুড়ে ৩৩ টি আউটলেট খুলে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে।
আজ দুপুরে জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে, সাতটি মোবাইল আউটলেটের উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহূতি ইন্দ্র, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর,ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। জেলাশাসক জানান, এই মোবাইল আউটলেটে বাজার দর থেকে দু-চার টাকা কম দামে আলু পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ। পরবর্তীতে আমরা টমেটো, পটলের মতো নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করারও সিদ্ধান্ত নিয়েছি।