নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – যে হারে বৃক্ষ ছেদন হচ্ছে সেভাবে বৃক্ষরোপণ হচ্ছে না। তাই পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। দিন দিন যেন আরো গরম হচ্ছে আমাদের এই পৃথিবী। পরিস্থিতি বুঝে সবুজের সমাহার বাড়াতে বৃক্ষরোপণ করা হলেও তা পরিচর্যার অভাবে বেশিরভাগই মারা যায়। একটি ছোট চারা গাছকে শুধুমাত্র রোপন করে দিলেই হয় না, ছোট্ট চারা থেকে মহীরুহে পরিণত হতে প্রয়োজন পরিচর্যার। তাই গাছ লাগানোর পর গাছের পরিচর্যায় জোর দিয়েছেন ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল। বাঁকুড়ার ছাতনার স্কুলে স্কুলে চলছে সবুজের অভিযান। সকাল হলেই বিভিন্ন স্কুলে বেরিয়ে পড়ছেন ছাতনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় চত্বরে রোপন করছেন চারা গাছ এবং পাশাপাশি দিচ্ছেন পরিবেশ রক্ষার পাঠ। যে ছাত্র বা ছাত্রী চারা গাছ রোপন করছে সেই চারা গাছে লেখা থাকছে তার নাম। একজন পড়ুয়া একটি গাছের অভিভাবক। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কথায়, বিদ্যালয়ে এসে পড়ুয়ারা পড়াশুনোর পাশাপাশি গাছেরও যত্ন নেবে, কচিকাঁচাদের পাশাপাশি বেড়ে উঠবে এই ছোট্ট ছোট্ট চারাগুলো। আজ ছাতনার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে রোপন করা হলো ৫০ টি আমের চারা। প্রতিটি গাছের লেখা রইল রোপণকারী শিক্ষার্থীর নাম। ছোট্ট ছোট্ট চারা গাছ নিজের হাতে রোপন করে খুশি ছাত্র-ছাত্রীরাও।