ফালাকাটার স্কুলেই তৈরি হচ্ছে বোমা। তবে প্রাণঘাতী নয়! নতুন প্রাণের সঞ্চার ঘটে এই বোমায়।

0
30

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটার স্কুলেই তৈরি হচ্ছে বোমা। তবে প্রাণঘাতী নয়! নতুন প্রাণের সঞ্চার ঘটে এই বোমায়। কি অবাক হচ্ছেন? না এটাই সত্যি। তবে এই বোমা যেমন তেমন বোমা নয় বীজ বোমা। ভাবছেন বীজ বোমা আবার কী? সরচরাচর আমরা বোমা বলতে প্রথমই আঁতকে উঠি। তবে স্কুলে বোমা তৈরি হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়। বীজ থেকে তৈরী হয় গাছ। পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের। জেলায় প্রথমবার এই বিদ্যালয় নিয়েছে এমন অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিবেন বলে জানা যায়। মূলত মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতো রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী মিলে বহু বীজ বোমা তৈরি করে ফেলেছে। জানা গিয়েছে, প্রথমে মাটির সঙ্গে গোবর আর ছাই মিশিয়ে নাড়ু বা মোয়ার মতো গোল্লা তৈরি করা হয়। তারপর আঙুলের একটা চাপে ভিতরে জাম, খেজুর, তেঁতুল, কাঁঠাল, লিচু ইত্যাদির একটা বা দু’টো করে বীজ ভিতরে গেঁথে মুখটা মাটি দিয়ে ভরাট করা হয়। পরে রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় বীজ বোমা। জল-কাদার জায়গায় বা বর্ষার দিনে কোনও জমিতে ফেললে জলে ভিজে গিয়ে বীজটি অঙ্কুরিত হয়। অল্প কিছুদিন পরেই চারা গাছ বের হয়। বিদ্যালয়ের তরফে পরিবেশ বাঁচানো ও বৃক্ষরোপনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।