নিজস্ব সংবাদদাতা, মালদা—লোকো পাইলটদের বিশ্রামের সুব্যবস্থা করতে আরো উন্নত পরিষেবা চালু করল ভারতীয় রেল। বিভিন্ন ক্ষেত্রে রানিং রুম গুলির পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে ইতিমধ্যে। বাদ যায়নি মালদহ টাউন স্টেশনের ক্রু রানিং রুম। এই ক্রু রানিং রুমে ই লোকো পাইলটেরা ডিউটি শেষ করে বিশ্রাম করেন। এতদিন পরিকাঠামোর সেইরকম কোন ব্যবস্থা ছিল না আরামের কোন সুব্যবস্থা ছিল না লোকও পাইলটদের জন্য। এবার রেলের পক্ষ থেকে প্রতিটি ট্রু রানিং রুমে শীত তাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার তৈরি করা হচ্ছে। আরামদায়ক বিছানা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে এই সমস্ত রুমগুলিতে। এছাড়াও লোকো পাইলটরা যেন মানসিক শান্তি নিতে পারে তার জন্য থাকছে মেড়িটেশন রুম রিডিং রুম। এছাড়াও এবার ভারতীয় রেলের পক্ষ থেকে লোকো পাইলটদের সুবিধার জন্য ট্রেনের ইঞ্জিনে বসানো হচ্ছে টয়লেট এমনকি ইঞ্জিন গুলির লোগো পাইলটদের বসার জায়গায় এসি বসানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল।
Home রাজ্য উত্তর বাংলা লোকো পাইলটদের বিশ্রামের সুব্যবস্থা করতে আরো উন্নত পরিষেবা চালু করল ভারতীয় রেল।