নিজস্ব সংবাদদাতা, মালদা;—এনায়েতপুরে পুলিশ-জনতা খন্ডযুদ্ধে পুলিশের গুলি চালানোর অভিযোগ ওঠে, পুলিশের গুলিতে দুজন জখম হওয়ার ঘটনার প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন সিটু ডাকে মানিকচক ব্লক জুরে চলছে ১২ ঘন্টার বনধ। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে । সিঁটুর ডাকা ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে শুক্রবার। সকাল থেকেই মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি-ঘোড়া চলাচলের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে যথেষ্টই কম রয়েছে। এনায়েতপুর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। কার্যত পুরুষশূন্য হয়েছে গোটা এলাকা। এরমধ্যেই চলছে পুলিশি টহলদারি। নিরাপত্তার দিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সম্ভব জৈন। তিনি জানান, বর্তমানে এলাকার পরিবেশ-পরিবেশ শান্ত রয়েছে। নতুন করে কোন অশান্তির ঘটনা ঘটেনি। বনধের কোন প্রভাব পড়েনি এলাকায় ।