পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- একুশে জুলাই প্রতি বছর তৃণমূল কংগ্রেস কলকাতার ধর্মতলায় শহীদ তর্পণ ও সভার আয়োজন করে। সেইমতো হাজারে হাজারে তৃণমূল কর্মী ও সমর্থক ২১ জুলাই উপস্থিত হন ধর্মতলায়। প্রতিবছরের ন্যায় এ বছরও একুশে জুলাই শহীদ তর্পণে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত থাকবেন ধর্মতলায়। একুশে জুলাই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা প্রচার চালান। সেই মর্মে বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এক অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসে ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই মিছিলে কয়েকশো তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা পা মেলান। এই মিছিলের নেতৃত্ব দেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি ও বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান। এছাড়াও মিছিল ও সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Home রাজ্য দক্ষিণ বাংলা বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই উপলক্ষে মিছিল ও...