মুরগি পরিবহনের গাড়ি চালককে মারধরের অভিযোগ পুলিশের,পাঁশকুড়ায় সাংবাদিক বৈঠক ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি টেন্ডার্স অ্যাসোসিয়েশনের।

0
18

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- গত ১৩ ই জুলাই মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় এক মুরগি পরিবহনের গাড়ির চালক পুলিশের দ্বারা নিগৃহীত হয় বলে অভিযোগ। ওই মারধোরের ঘটনায় সমীর ঘোষ নামে ওই গাড়ির চালক গুরুতর জখম হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত কাল মধ্যরাত থেকে মুরগি গাড়ি পরিবহন বন্ধ রাখে। এই ঘটনার পর থেকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন বন্ধ রাখার। তবে এই বিষয়ে গতকাল নবান্নে এই অ্যাসোসিয়েশনের সদস্যদের ডাকা হয় সমস্যা সমাধানের জন্য। তবে মুরগি পরিবহন ব্যবসায়ীরা সিদ্ধান্তে অনড় থাকে,যার ফলে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়ে। তবে শুক্রবার দুপুরের দিকে হয়তো এই ধর্মঘট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই পরিপেক্ষিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই সাংবাদিক বৈঠকে এই সংস্থার রাজ্য কনভেনার গণেশ বাগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গতকাল থেকেই এই পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। তবে এর সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে হয়তো দুপুরের দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা হতে পারে, এমন টাই জানালেন এই সাংবাদিক বৈঠকে।