স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে বিভিন্ন নার্সিং হোমে হানা দিলেন জেলা স্বাস্থ্য দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তর।

0
40

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে বিভিন্ন নার্সিং হোমে হানা দিলেন জেলা স্বাস্থ্য দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তর।এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ও গঙ্গারামপুরের অবস্থিত বিভিন্ন বেসরকারি নার্সিং হোমে গিয়ে স্বাস্থ্য পরিষেবা ও বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকেরা। প্রথমে বংশিহারীতে পৌঁছান জেলা স্বাস্থ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা।সেখানে এডিফিস নার্সিং হোম সহ অন্যান্য নার্সিং হোর গিয়ে সেখানকার স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেন। এরপর গঙ্গারামপুর এর সুস্পর্শ নার্সিংহোমে গিয়ে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি নার্সিংহোমে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন অধিকারীকরা। খতিয়ে দেখেন নার্সিংহোমের বৈধ কাগজপত্র। এদিনের অভিযান শেষে নার্সিংহোমগুলির পরিষেবা ঠিকঠাক রয়েছে এমনটাই জানিয়েছেন অভিযানকারী আধিকারিকেরা।