নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-১৪ই জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ। তাই শনিবার এই অরণ্য সপ্তাহ পালনে এগিয়ে এলেন পাকুয়াহাট এ.এন.এম.হাইস্কুল।এদিন পাকুয়াহাট এ.এন.এম. হাইস্কুল প্রাঙ্গণসহ স্কুলের বাইরে বিভিন্ন এলাকায় গাছের চারা লাগিয়ে অরন্য সপ্তাহ উদ্যাপন।স্কুলে তরফে অভিনব উদ্যোগে বৃক্ষরোপনের ।স্কুলের শিক্ষক-সহ ছাত্ররা সকলেই মিলিত অভিনব উদ্যোগ নিয়ে বিভিন্ন গাছের বীজ গুলির মতো করে বাটুল দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া উদ্যোগ নেওয়া হয় যাতে সেই বীজগুলো পশুপাখি না খেয়ে ফেলতে পারে তাই এই উদ্যোগ নিয়ে বাটুলের করে গাছের বীজে গুলি গুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও ব্যবস্থা করা হয়। অরণ্য সপ্তাহ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে সকল ছাত্র ও শিক্ষক-শিক্ষিকা মিলে পাকুহাট এলাকাবাসীকে সচেতন করতে একটা র্যালি বের করা হয়। সেই র্যালি মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপনের ভূমিকা কি এবং গাছ কেটে ফেললে কতটা ক্ষতি পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেই সব বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।এই বিষয়ে শিক্ষকেরা জানান- যে ভাবে গাছ কেটে পৃথিবীর ভারসাম্য নষ্ট করা হচ্ছে তাই আমাদের স্কুলে সকল ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারা, অরণ্য সপ্তাহ পালন করার জন্য গাছ লানানো হয়। একটি গাছ একটি প্রাণ আর এই গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে কতটা প্রয়োজন সে বিষয়ে তুলে ধরেন।এছাড়াও শিক্ষক ও ছাত্রদের মিলিত হয়ে অভিনব উদ্যোগে নেওয়া হয়েছে গাছের বীজ কে মাটির ভেতরে দিয়ে গুলি হিসাবে ভেতরের দিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে যাতে পশুপাখি খেয়ে ফেলতে না পারে বর্ষার সামনে গাছ গুলি বড় হবে।