প্রায় ৭ বছরেও মেলেনি বালুরঘাট কলেজের হোস্টেল থেকে নিখোঁজ ছেলের সন্ধান।

0
29

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- প্রায় ৭ বছরেও মেলেনি বালুরঘাট কলেজের হোস্টেল থেকে নিখোঁজ ছেলের সন্ধান, তৎকালীন হোস্টেল সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে উচ্চ পর্যায়ের তদন্তের দাবীতে সরব নিখোঁজ ছেলের পিতা অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান। ২৪ বছর দেশের সীমান্ত প্রহরা দেওয়া বিএসএফ জওয়ান অবসর জীবনে লড়ছেন নিখোঁজ ছেলের সন্ধান পাওয়ার লড়াই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাহিচা এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান ষষ্ঠীচরণ কর্মকার তার ছেলে শুভজিৎ কর্মকার-কে বালুরঘাট কলেজে পড়াশোনা করবার জন্য পাঠিয়েছিলেন প্রায় ৭ বছর পূর্বে। শুভজিৎ বালুরঘাট কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিল। পড়াশোনার সুবিধার্থে শুভজিৎ বালুরঘাট কলেজের হোস্টেলেই থাকত। ২০১৭ সালের ১৩-ই সেপ্টেম্বর ছেলেকে ফোনে না পেয়ে ছেলের বন্ধুদের কাছ থেকে শুভজিৎ-এর বাবা ষষ্ঠীচরণ কর্মকার জানতে পারেন তার ছেলে ৩ দিন ধরে নিখোঁজ। যার পর থেকে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে দেশের বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছে গোটা কর্মকার পরিবার। ছেলেকে ফিরে না পেয়ে হ্রদ রোগে আক্রান্ত শুভজিৎ-এর মা প্রাক্তন শিক্ষিকা কল্পনা কর্মকার। ষষ্ঠীচরণ কর্মকার জানিয়েছেন ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর অর্থাৎ ছেলে নিখোঁজ হওয়ার ৬ দিন বাদে নদীর পাড় থেকে নিখোঁজ শুভজিৎ-এর সাইকেল উদ্ধার হয়। যা থেকে অনেকে নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেও ষষ্ঠীচরণ কর্মকার জানান তার ছেলে ভাল সাতার জানত ফলে নদীতে ডুবে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। তার বক্তব্য তার ছেলের সাইকেল উদ্ধারের পরে বিএসএফ নদীতে তল্লাশি চালালেও উদ্ধার হয়নি কোন মৃতদেহ। ষষ্ঠীচরণ কর্মকার-এর অভিযোগ তার ছেলে হোস্টেল থেকে নিখোঁজ হয়ে গেলেও হোস্টেল সুপার তাকে জানানোয় তার ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় হোস্টেল সুপারের যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। ষষ্ঠীচরণ কর্মকার বলেন কোন না কোন রহস্য আছে, হয়ত কেউ মেরে দিয়েছে। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে তিনি উচ্চ পর্যায়ের তদন্তের দাবী তুলেছেন সংবাদমাধ্যমের সামনে। তার বক্তব্য পুলিশ বা উচ্চ পর্যায়ের তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করুক তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপারকে। অপরদিকে নিখোঁজ ছাত্রের বাবা ষষ্ঠীচরণ কর্মকার-এর উচ্চ পর্যায়ের তদন্তের দাবী সংবাদমাধ্যমে তোলার পর জানা গেছে বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তথা তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকার বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন৷ যে বিষয়টি চাউড় হতে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার সঙ্গে বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে অধ্যাপকের পদত্যাগের ঘটনার কোন যোগসাজশ রয়েছে কিনা। যদিও বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করা অধ্যাপক রিপন সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন অসুস্থতার কারনে তিনি বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন। যদিও নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ প্রসঙ্গে বালুরঘাট কলেজের অধ্যাপক তথা তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকার-এর বক্তব্য ছেলেটির সঙ্গে তার যা সম্পর্ক তাতে এই অভিযোগ সম্পূর্ণ ভুল। রিপন সরকার-এর দাবী নিখোঁজ ছাত্রের বাবা বেদনাহত হয়েই তার বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই সময় থেকে পুলিশ অনেকবার হোস্টেলে এসেছে, তিনি থানায় গেছেন, তদন্তে যত রকমের সহযোগীতা করার সব তিনি করেছেন।