বর্ষা নামতেই ডেঙ্গুর আতঙ্ক, ক্রমশ বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

0
23

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ষা নামতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ইতি মধ্যেই পূর্ব মেদিনীপুর জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৬১ জন,গত বছরের তুলনায় জেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তমলুক, কোলাঘাট সহ পাঁশকুড়া এলাকায় জল নিকাশি নালা সহ রাস্তার পাশে জমে রয়েছে বর্ষার জল। তবে এলাকার প্রশাসনের কোনো হুঁশ ফেরেনি। অন্য দিকে পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নস্করদিঘী গ্রামে জল নিকাশির নালা উন্মুক্ত, জমা রয়েছে আবর্জনা ভর্তি জল যার ফলে ডেঙ্গু আক্রান্তের ভয় একটা থেকে যায়। নিকাশি নালা গুলোতে দীর্ঘ দিনের জমা জল থেকে মশার সৃষ্টি হয় যার ফলে ডেঙ্গু আক্রান্তের একটা আশঙ্কা থেকে যায়।
আর তা নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা তথা সাংগঠনিক তমলুক জেলার সহ-সভাপতি।