মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সুলভ মূল্যে আলু পেঁয়াজ বিক্রির উদ্যেগ নিল পুরসভা।

0
59

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সুলভ মূল্যে আলু পেঁয়াজ বিক্রির উদ্যেগ নিল পুরসভা। শনিবার আলিপুরদুয়ার পুরসভার সামনে স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে সাদা আলু ও পেঁয়াজ বিক্রি শুরু করল আলিপুরদুয়ার পুরসভা। সাদা আলু ২৫ টাকা প্রতি কেজি এবং পেঁয়াজ ৪০ টাকা প্রতি কেজি। শুরুর দিনই ক্রেতাদের মধ্যে আলু পেঁয়াজ কেনার হিড়িক পড়ে যায়। ভীড় বাড়ে আলু ও পেঁয়াজ কেনার। বাজারে আলু ও পেঁয়াজ এর দাম অনেকটা বেশি।এছাড়া অন্যান্য সবজির দাম ও অনেক বেশী। রাজ্য সরকারের সুলভ বাংলা স্টলে কম দামে বিক্রি হচ্ছে সবজি। সেখানেও ক্রেতারা সব পাচ্ছেন না।সেই দিকে তাকিয়ে আলু ও পেঁয়াজ এর দামের রাশ টানতে পুরসভার এই উদ্যেগ। আলিপুরদুয়ার পুরসভার ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারী বলেন, এখানে আলু ও পেঁয়াজ কম দামে বিক্রি হবে।বাজারে যা দাম তার অনেক কম দামে এখানে আলু ও পেঁয়াজ বিক্রি হবে।মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা করা হয়েছে।পরবর্তীতে সব ধরনের সবজি যাতে রাখা যায় সেটা দেখা হবে। এদিন কম দামে আলু ও পেঁয়াজ কিনতে পেরে খুশি আলিপুরদুয়ার পুর এলাকার সাধারন মানুষও।