হিলি ব্লকের তিওড়ে পালিত হলো অরণ্য সপ্তাহ ।

0
19

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ২০ জুলাই, ২০২৪ । মহাসমারোহে হিলি ব্লকের তিওড়ে পালিত হল অরণ্য সপ্তাহ। উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনায় এবং তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের আন্তরিক সহযোগিতায় অরণ্য সপ্তাহের শেষ দিনে পালিত হল অরণ্য সপ্তাহ ও বনমহোৎসব কর্মসূচি। এই কর্মসূচির এবছরের মূল শ্লোগান হল – “বেশী করে নিম গাছ লাগান” । আগামী বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ও বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় নিম গাছের চারা রোপন করার জন্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে উজ্জীবন সোসাইটি সংগঠনের পক্ষ থেকে স্থির হয় । অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা হীরা ঘোষ ও শ্রাবণী মুখার্জী । আজকের এই মহতী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সুলেখা চক্রবর্তী, এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সমাজসেবী বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, বিশিষ্ট প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী, শিক্ষক রবিন মন্ডল, বিশিষ্ট পরিবেশপ্রেমী শ্রুতি গোস্বামী, বিদ্যালয়ের সভাপতি মাননীয় অরুণ বর্মন মহাশয় সহ আরো অনেকে। তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাবৃন্দ, ছাত্রীগণ, এলাকার পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরোজ দাস, সহ সম্পাদক পরিমল মাহাতর আন্তরিক উপস্থিতিতে বনমহোৎসব দারুনভাবে আজ বিদ্যালয়ের প্রাঙ্গনে রূপায়িত হয়। কন্যাশ্রী ক্লাবের সদস্য নিশিতা লাহা পরিবেশ দূষণ রুখতে একটি খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণের চারদিকে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা নিম গাছ, মেহগনি গাছ এবং গামারি গাছ রোপন করে আজকের এই বিশেষ দিনটিকে তারা সাড়ম্বরে পালন করলেন। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, পরিবেশ দূষণ রুখতে নিম গাছ লাগানোর পরিকল্পনা এ বছর গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক দিকটি মাথায় রেখে মেহগনি ও গামারি গাছ লাগানোর চেষ্টা চলছে ।