পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১৯৬১ সালে স্থাপিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এতদিন কোন নির্বাচন হয়নি, সিলেকশনের মাধ্যমেই গঠন করা হতো বোর্ড, ৬২ বছর পর প্রথম নির্বাচনে জয় জয় কার বিজেপির। মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারটি আসনে আজ নির্বাচন সম্পন্ন হয়। তৃণমূল দিয়েছিল বারোটি আসন, বিজেপির পক্ষ থেকেও ১২ টি আসনে প্রতিনিধি দেওয়া হয়েছিল।বারটি আসোনি জয় লাভ করে বোর্ড গঠন করল বিজেপি। তৃণমূলের দাবি যারা লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির সাথে জড়িত মানুষ তাদেরকেই ভোট দিয়েছে সমবায় নির্বাচনে, অপরদিকে সম্পূর্ণ দাবি অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূল নিজেরাই চোর। এই চোরেদের মানুষ ভোট দেয়নি তাই এরকম মন্তব্য করছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা ৬২ বছরে প্রথম নির্বাচনেই জয়জয়কার বিজেপির, লোকসভার পর তমলুকে সমবায়ে উড়লো গেরুয়া...