গুরু পূর্ণিমা উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ-বৃক্ষপালন এবং পুষ্টির দিশা কর্মসূচি।

0
52

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গুরু পূর্ণিমা উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ-বৃক্ষপালন এবং পুষ্টির দিশা কর্মসূচি। অনুষ্ঠানে পাঠশালা সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গনে জবা, গন্ধরাজ, করবি, জুঁই, কামিনী, টগর ইত্যাদি ২০ টি ফুলের গাছ লাগানো হয় এবং সেই সঙ্গে ৬০ জন সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দেওয়া হয় কেক ,কলা, আপেল, মিষ্টান্ন সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী প্রতনু রক্ষিত এবং আমার পাঠশালার পক্ষ থেকে সভাপতি মিন্টু পান্ডে, সম্পাদক সন্দীপ পাঠক, কামরুজ্জামান চৌধুরী মোশারফ হোসেন, রাজকুমার লাহা প্রমুখ l অনুষ্ঠানে বৃক্ষরোপনের উপকারিতা সম্বন্ধে আলোচনা করা হয়। পাঠশালার শিশুরাও খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে l