পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হিন্দু বিরোধী বক্তব্য ওরাজ্য জুড়ে নারী নির্যাতন এর প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও।

0
41

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হিন্দু বিরোধী বক্তব্য ওরাজ্য জুড়ে নারী নির্যাতন এর প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও,রাজ্য জুড়ে নারী নির্যাতন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর উদ্দেশ্য প্রনোদিত ভাবে হিন্দু দের বিদ্রূপ করার প্রতিবাদে আজ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি র পক্ষ থেকে জেলার ৮ টি থানায় অবস্থান, বিক্ষোভ প্রদর্শন করে। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আজ বিকেলে কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মেদিনীপুর কলেজ মাঠ থেকে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কোতোয়ালি থানার সামনে শেষ হয়।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরুপ দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তা সত্বেও রাজ্য জুড়ে মহিলা নির্যাতন বেড়েই চলছে।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দিদির দুধেল গাই হিসেবে পরিচিত এক বিশেষ সম্প্রদায়ের মানুষ এইকাজে লিপ্ত, আর মুখ্যমন্ত্রী নির্লিপ্ত, মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম হিন্দু দের বিদ্রুপ করছেন, অমুসলিমদের ইসলামে দীক্ষিত করার মতো কথা বলে হিন্দু ধর্মের অবমাননা করছেন।মুখ্যমন্ত্রী নিশ্চুপ।এরই প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভজিৎ রায়, বিশ্বনাথ দোল‌ই, সহ অন্যান্য নেতৃবৃন্দ।