অনির্দিষ্টকালের জন্য হিমঘরগুলিতে চলছে কর্মবিরতি,অমান্য করে আলু নামানোকে কেন্দ্র করে উত্তেজনা চন্দ্রকোনায়।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অনির্দিষ্টকালের জন্য হিমঘরগুলিতে চলছে কর্মবিরতি,সোমবার থেকে হিমঘর থেকে নামানো হবে না কোনো আলু,ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের।তাকে অমান্য করে চন্দ্রকোনার একটি হিমঘরের সেডে আলু নামানোকে কেন্দ্র করে হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির মধ্যে বেঁধে যায় তুমুল বচসা,কথা-কাটাকাটি।পরিস্থিতি সামাল দিতে হিমঘরে বৈঠকে উভয়পক্ষ।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বকছড়ি খাঁন হিমঘরের।জানাযায়,কর্মবিরতি থাকা সত্বেও বকছড়ি এলাকার এই হিমঘরের সেডে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছান পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা।হিমঘরে সমিতির আধিকারিকরা পৌঁছাতেই শুরু হয়ে যায় হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির তুমুল বচসা থেকে কথাকাটাকাটি।পরিস্থিতি সামাল দিতে এই মুহুর্তে উভয়পক্ষ হিমঘরে বৈঠকে বসেছে বলে খবর।বৈঠক শেষ না অবধি এখনই এনিয়ে মুখ খুলতে নারাজ কেউ।