দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আদিবাসীরা সেঞ্জেল অভিযানের পক্ষে, কুশমন্ডি ব্লকের BDO শ্রীমতি দর্শনা সুব্বা এবং কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা আদিবাসীদের কাছে একটি প্রতিবাদ ডেপুটেশন দিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন পরিমল মার্ডি জেলা সভাপতি প্রদীপ মুর্মু, কুশমন্ডি ব্লক সভাপতি বালু মুর্মু, হরিরামপুর ব্লক সভাপতি তাটি টুডু গঙ্গারামপুর ব্লক সভাপতি। উল্লেখ্য যে, আদিবাসী সেঙ্গেল অভিযানের আজকের মূল দাবি ছিল সংবিধান ও গণতন্ত্র হওয়া উচিতসমস্ত আদিবাসী গ্রাম সমাজে অবিলম্বে বাস্তবায়িত।রাজতন্ত্র শাসন শোষণ করছে। আদিবাসীরা গ্রামের সমাজে রুক্ষ জীবনযাপন করতে বাধ্য হয়, তাই কুশমন্ডি ব্লক এবং কুশমন্ডি থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল। এদিন কুশমন্ডি থানার বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন ছিল। কুশমন্ডি ব্লকের বিডিও এমএস দর্শনা সুব্বা সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Home রাজ্য উত্তর বাংলা কুশমন্ডি ব্লকের আদিবাসীরা সেঞ্জেল অভিযানের পক্ষে, কুশমন্ডি ব্লকের BDO শ্রীমতি দর্শনা সুব্বা...