পূর্ণার্থীদের কথা চিন্তা করে ঠান্ডা জল ও শরবত বিতরণের উদ্যোগ নিল একদল যুবক।

0
41

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিবের মাথায় জল ঢালতে যাওয়া পূর্ণার্থীরা। সেই সব পূর্ণার্থীদের কথা চিন্তা করে ঠান্ডা জল ও শরবত বিতরণের উদ্যোগ নিল একদল যুবক। রবিবার রাত থেকে ফালাকাটা শহরের ট্রাফিক মোড় এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু করা হয়। জানা গিয়েছে, বহু দূরদূরান্ত থেকে আসা পূর্ণার্থীদের একটু স্বস্তি পেতে ও ক্লান্তি নিবারনের জন্য শহরের ট্রাফিক মোড় এলাকায় ঠান্ডা জল ও শরবতের ব্যাবস্থা করা হয়। এমন উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন পূর্ণার্থীরা। তারা বলেন, এ গরমে বেশি বেশি তৃষ্ণা পায়। এছাড়া দূর দূরান্ত থেকে অনেকেই শহরে এসে হাঁপিয়ে যান। অন্তত এখান থেকে ঠান্ডা জল পান করে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে পারবেন এবং একটু স্বস্তি পাবেন।উদ্যোক্তারা জানিয়েছেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় শিবের মাথায় জল ঢালতে যাওয়া ভক্তদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা জল ও শরবত বিতরণ করা হচ্ছে। গোটা শ্রাবণ মাস জুড়ে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই গরমে পূর্ণার্থীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।