নিজস্ব সংবাদদাতা, মালদা—প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে কোন প্রভাবই পড়ল না মালদায়। তবে আলুর দাম বাড়তে শুরু করেছে হু হু করে। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করলেও মালদা জেলার সমস্ত হিমঘর থেকে আলু সরবরাহ সচল রেখেছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটির সহ সভাপতি তথা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওয়ানের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উজ্জল সাহা জানান,প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজ থেকে ধর্মঘট ঘোষণা করেছে। তাদের এই ধর্মঘটকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের এবং আলু চাষীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য উত্তরবঙ্গের সমস্ত হিমঘর খোলা থাকছে। আলু বিক্রেতারা জানান, মাঝে একবার আলুর দাম কমে ছিল কিন্তু আবার গতকাল থেকে দাম বেড়েছে বস্তা প্রতি ১০ টাকা করে। খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো। যেখানে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে পাইকারি আলু বিক্রি হচ্ছে ২৪ টাকা থেকে ২৫ টাকা কিলো। পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের আলুর গরমিল প্রায় ১০ টাকা। এদিকে আলুর দাম বাড়তে থাকাই সমস্যায় পড়েছেন সাধারণ মধ্যবিত্ত মানুষেরা। ক্রেতারা জানান বর্ধমানের আলু মালদায় বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো।বিএচ (BH) লোকাল আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩২ টাকা কিলো।