অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল দশা ছেলেমেয়েদের পাঠাতে চাইচ্ছেন না অভিভাবকরা ।

0
22

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল দশা ছেলেমেয়েদের পাঠাতে চাইচ্ছেন না অভিভাবকরা । ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী পশ্চিমপাড়ায়। ২০০৯ সালে তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। বর্তমানে সেটির বেহাল দশায় পরিণত হয়েছে। দেওয়ালে ফাটল ধরেছে। ছাদে ঝুলতে থাকা সিমেন্টের চাঙর যেকোনো মুহূর্তে খসে পড়তে পারে। এরই মাঝে ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে ক্লাস চালাচ্ছেন অঙ্গনওয়ারী কর্মীরা। অর্পিতা মিশ্র নামে এক কর্মী জানান যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ভয়ে বাচ্চাদের পাঠাচ্ছেন না অভিবাবকরা। তারা পঞ্চায়েত,বিডিও সহ সংশ্লিষ্ট মহলে সমস্যার কথা জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। মনসুরা বেগম নামে এক অভিবাবক বলেন তাদের সন্তানদের যদি কোনো বিপদ হয় তাহলে কে দায় নেবে।অভিভাবকরা চাইছেন দ্রুত অঙ্গনওয়ারী কেন্দ্রটি ভালো করে মেরামতির কাজ করা হোক এবং শিশুরা যেন নিরাপদে তাদের পঠন-পাঠন চালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা হোক। জগৎবল্লভপুর এক নম্বর অঞ্চল সভাপতি আজিজুর রহমান গায়েন জানান সমস্ত বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং নতুন করে অঙ্গনওয়ারী কেন্দ্রটি বানানোর যায় তার ব্যবস্থা করা হবে যত দ্রুত সম্ভব। এখন দেখার কত দ্রুত এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি নতুন করে গড়ে ওঠে সেই দিকে তাকিয়ে আপামর জগৎবল্লভপুর ইছাননগরের পশ্চিমপাড়ার এলাকাবাসী।