বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবকে সুস্থভাবে পালন করার উদ্দেশ্যে সারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
17

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবকে সুস্থভাবে পালন করার উদ্দেশ্যে সারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক মালদার প্রশাসনিক প্রধানরা মালদা টাউন হলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের সামিল হন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুঙ্খে, জামেল ফতেমা জেবা, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন পূজা কমিটি ও সংস্থার কর্তৃপক্ষরা।
বৈঠকে সরকারের বিভিন্ন ধরনের নিয়ম কানুন নিয়ে আলোচনা হয়। সেইসব বিষয় নিয়েই পুজো কমিটি যেন নজর রাখেন তা আবেদন রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী হয়। যেকোনো অপ্রীতকর ঘটনা রুখতে জেলা ও পুলিশ প্রশাসন তারা যেন সজাগ থাকে। প্রত্যেক পূজা কমিটির কাছে যেন আগাম সতর্কবার্তা পৌঁছয় মাননীয়া মুখ্যমন্ত্রী তারো নির্দেশ দেন। এছাড়া পুলিশ প্রশাসন যাতে ট্রাফিকিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করে যাতে কারো কোনো অসুবিধা না হয়।