জাতীয় এবং রাজ্য সড়কে মোটর ভ্যান টোটো চলাচল অব্যাহত রাখা সহ কয়েক দফা দাবিতে জেলা পুলিশ সুপার দপ্তরে মোটর ভ্যান ও টোটো চালকদের বিক্ষোভ।

0
25

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন এবং সারা বাংলা ই রিক্সা (টোটো) চালক ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জাতীয় এবং রাজ্য সড়কে মোটর ভ্যান টোটো চলাচল অব্যাহত রাখা সহ কয়েক দফা দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারের নিকট বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন কয়েক হাজার মোটর ভ্যান এবং টোটো চালক। নিমতৌড়ি চৌরাস্তা মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে মোটর ভ্যান টোটো চালকরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ সভায় তাদের জীবনের যন্ত্রণার কথা তারা তুলে ধরেন। বক্তব্য রাখেন মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য অফিস সম্পাদক তপন ব্যানার্জি, টোটো চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল রাম, এ আই ইউ টি ইউ সি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মধুসূদন বেরা, পূর্ব মেদিনীপুর টোটো ইউনিয়নের সভাপতি অমিত মান্না, যুগ্ম সম্পাদক শেখ নুরুল,এ আই ইউ টি ইউ সি ‘র রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, সঞ্জয় জানা সহ টোটো এবং মোটর ভ্যান চালকগণ। তারা বলেন চোর এবং কেন্দ্রীয় সরকার দিতে না পারায় পরিবারের গয়নাগাটি সম্পদ বিক্রি করে যুবকরা মোটর ভ্যান টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সেখানে দুর্ঘটনার অজুহাতে জাতীয় সড়কে চলাচল নিষিদ্ধ ঘোষণা করে লক্ষ লক্ষ পরিবারের পেটের ভাত কেড়ে নেয়ার ব্যবস্থা করছে। এই অন্যায় শিক্ষার্থীর বিরুদ্ধে তাদের প্রতিবাদ। তারা আরো দাবি করেন তাদের লাইসেন্স দিতে হবে এবং শ্রমিকের মর্যাদা দিতে হবে।