হলদিয়া শিল্পাঞ্চলে বস্তিবাসীরা কেমন আছেন পর্যবেক্ষণ এলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক।

0
38

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চিরঞ্জীবপুর, টাউনশিপ, দুর্গাচকে বুঝতে পারছি না কেমন রয়েছেন, সরকারি পরিষেবা ঠিক মতো পাচ্ছি কিনা, ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, এছাড়া সঙ্গে ছিলেন হলদিয়া মহকুমা শাসক তোতা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। সরাসরি বস্তিবাজদের সঙ্গে কথা বললেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ গ্রহণ করেন। উন্নয়ন পরিষদের ১৬৫ তম বড় মিটিং হল হলদিয়া উন্নয়ন পরিষদের মিটিং হলে। বুধবার ২.৩০টা থেকে শুরু হয় বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। এই বোড় মিটিংএ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, সেক সুফিয়ান, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই বড় মিটিং এ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৪০ কোটি টাকা প্রকল্পের কাজ পাস হয়। হলদিয়া পুরো এলাকায় প্রায় ১৫ কোটি টাকা কাজ হবে বলে জানালো হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।