মালদা প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান পরিদর্শনে ।

0
21

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ২৫ জুলাই:-  মালদার গাজোলে হরিদাস প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করলেন ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন। এদিন তিনি মর্নিং ক্লাসে গুরে দেখেন। স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন ,ঠিকঠাক ভাবে শিক্ষক শিক্ষিকারা স্কুলে নিয়মিত আছেন কিনা , সকল ক্ষুদে ক্ষুদে পড়ুয়ারা ঠিকঠাক স্কুলে আসছে কিনা , পড়াশোনা হচ্ছে কিনা মিড ডে মিল ঠিকঠাকভাবে রান্না বিষয়ে খোঁজ নেন। শুধু তাই নয়,জেলা প্রাথমিক বিদ্যালয় এর চেয়ারম্যান প্রতিটা ক্লাসরুমে ঢুকে ঢুকে পড়ুয়াদেরকে জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয়ে।এছাড়া হরিদাস প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষককে ভালো করে পড়ুয়াদেরকে পড়াশোনাতে করানোর বার্তা দেন। বাসন্তী বর্মন বলেন, আমি স্কুল পরিদর্শন করতে এসেছি। স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখলাম।আর এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, ছাত্র ছাত্রী উপস্থিত হওয়ার কম ছিল। পড়াশোনা করানোর বার্তা দেওয়া হয়েছে।অভিভাবকদের সচেতনতার অভাবে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কমছে পড়ুয়াদের উপস্থিতির হার। বৃহস্পতিবার গাজোলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর এমনটাই জানালেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মণ।