কলকাতা অনীক আয়োজিত রাজ্যস্তরীয় আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করল বাঁকুড়া জেলার বাঁকুড়া ১নং ব্লকের আঁচুড়ি পঞ্চায়েতের বরুট প্রাথমিক বিদ্যালয়।

0
24

আবদুল হাই, বাঁকুড়াঃ-  কলকাতা অনীক আয়োজিত রাজ্যস্তরীয় আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করল বাঁকুড়া জেলার বাঁকুড়া ১নং ব্লকের আঁচুড়ি পঞ্চায়েতের বরুট প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি বর্ধমান রবীন্দ্রভবনে তাঁরা উপস্থাপন করলো নাট্যকর্মী ঝিনুক দুয়ারীর লেখা নাটক *পূর্ব পশ্চিম।* প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির যে চিরকালীন দ্বন্দ্ব সেই প্রেক্ষিতেই ইংরাজি মাধ্যম ও বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতিগত যে ফারাক তা উঠে এসেছে নাট্যকারের কলমে,সকলকে সংস্কৃতির মূলে, আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে নাটক শেষ হয়। নাটকে বাচ্চাদের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তাদের মিস্টি উপস্থাপনায় সকলে অভিভূত। চিত্রশিল্পী সরিৎ সাগর মহান্তির মঞ্চ নির্মাণ ও রূপায়ণ বিশেষ নজর কাড়ে। নাটকের পরিচালক এই বিদ্যালয়ের শিক্ষক আবৃত্তি শিল্পী স্নেহাশিস্ রায় জানান যে এই নিয়ে পরপর তিন বছর তাঁরা অনীক আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং বিগত দুই বছরে প্রযোজনা ও অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। তিনি অনীকের এই আয়োজনকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক উৎকর্ষতা বৃদ্ধি ও কচিকাঁচাদের সুকুমার প্রবৃত্তি গুলোকে বিকশিত করার উদ্দেশ্যেই তাঁদের এই প্রয়াস। তিনি চান সংস্কৃতিচর্চার রঙ মশাল আগামী প্রজন্মের হাতে জ্বলে উঠুক।