গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড ও কাল দিঘী এলাকার প্রায় শ’খানেক হকার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর সাথে দেখা করেন এবং তাদের অভাব অভিযোগের কথা জানান।

0
34

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর :- মুখ্যমন্ত্রীর নির্দেশে সমগ্র রাজ্যের পাশাপাশি গঙ্গারামপুর শহরে পৌরসভার পক্ষ থেকে করা হয় হকার উচ্ছেদ। সেইমতো গঙ্গারামপুর শহরে চলে বুলডোজার করা হয় হকার উচ্ছেদ। তা আজ পায় ১০-১২ দিন হয়ে গেলেও সেইসব হকারদের পৌরসভার পক্ষ থেকে কোনরকম বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়নি। আজ সেইমতো গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড ও কাল দিঘী এলাকার প্রায় শ’খানেক হকার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর সাথে দেখা করেন এবং তাদের অভাব অভিযোগের কথা জানান। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে শহরের ফুটপাত দখলমুক্ত বাসস্ট্যান্ড, চোপথি, কালিতলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পৌরসভা।JCB দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপরে থাকা অবৈধ নির্মাণ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় শহরজুড়ে।