ধাদিকা যুব গোষ্ঠীর দুর্গোৎসবের খুঁটি পুজো এবং খুঁটিপূজো উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন।।

0
12

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা যুব গোষ্ঠীর দুর্গোৎসবের খুঁটিপুজো সম্পন্ন হল বৃহস্পতিবার,এই দিন খুঁটিপূজো উপলক্ষে পুজো কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই দিন প্রায় ২০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান,যার মধ্যে ৫০ জন সাধারণ মানুষের বিনামূল্যে চক্ষুর ছানি অপারেশন করা হয় বলে পূজা কমিটির তরফে জানানো হয়েছে, জানা গিয়েছে এই বছর ১৫ তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গোৎসব,এই বছর যার বাজেট ধরা হয়েছে আনুমানিক ৩২ লক্ষ টাকা, গঙ্গোত্রী,যমুনোত্রী,কেদারনাথ বদ্রিনাথ এই চারটি ধামের আদলে তৈরি হবে পুজো মণ্ডপ, এইদিন এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি রামচন্দ্র পরিয়া, জানা গিয়েছে পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি,সব মিলিয়ে পূজোর চারটা দিন জমজমাট থাকবে ধাদিকা যুব গোষ্ঠীর দুর্গোৎসব,এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মল্লিক,সুব্রত গুড়িয়া,কার্তিক চন্দ্র ঘোষ, তপন মাঝি, তন্ময় মন্ডল, নিরুপম ঘোষ সহ অন্যান্য পুজো কমিটির সদস্য এবং স্থানীয় বিশিষ্ট বর্গ।