মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বালুরঘাট শহরকে দখল মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা প্রশাসন।

0
24

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৫ জুলাই:-  মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বালুরঘাট শহরকে দখল মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা প্রশাসন। ৩ তারিখ থেকে ফুটপাথ দখলমুক্ত করতে ব্যবসায়ীদের কাছে আবেদন জানানো হয়। এক সপ্তাহ ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দিয়েছিল পুরসভা। ১১ তারিখ থেকে পুরসভা বুলডোজার নিয়ে রাস্তায় নামে। ভেঙে দেওয়া হয় বেশ কিছু অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই ফুটপাথ দখলমুক্ত হয়েছে শহরের প্রধান প্রধান রাস্তা৷ এদিকে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের হিলি মোড়ের অনেক দোকান সরিয়ে নিলেও এখনো বহু দোকান সরানো হয়নি। রাস্তা দখলমুক্ত করতে এদিন দুপুর থেকে বালুরঘাট হিলি মোড় এলাকায় বুলডোজার নিয়ে দখল মুক্ত করতে নামে পুরসভা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন সহ অন্যান্য পুরকর্মী ও পুলিশ।