সরকারি প্রকল্প ও দ্বায়িত্ব পালনে নিজের ভূমিকা জানাতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল বালুরঘাট ব্লক ও পঞ্চায়েত সমিতি।

0
21

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ ২৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরে কেটে গিয়েছে এক বছর। একবছরেও দায়িত্ব ও কর্তব্যপালনে নিজেদের ভূমিকা জানেন না অধিকাংশ পঞ্চায়েতের সদস্যরাই। তাই সরকারি প্রকল্প ও দ্বায়িত্ব পালনে নিজের ভূমিকা জানাতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল বালুরঘাট ব্লক ও পঞ্চায়েত সমিতি। ব্লকের তরফে বৃহস্পতিবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই পঞ্চায়েত সদস্যদের সরকারি নানা প্রকল্প, দায়িত্ব ও কর্তব্যপালনে নানা পরামর্শ দিয়েছেন ব্লকের অফিসাররা। বিশেষ প্রশিক্ষণ ও পাঠ দেন বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝা। ওই প্রশিক্ষণ শিবিরে এসেছিলেন খোদ জেলাশাসক বিজিন কৃষ্ণা। প্রশিক্ষণ শিবিরে সদস্যদের পরিবেশ ও সবুজ রক্ষার বার্তা দেওয়ার জন্য অভিনব উদ্যোগ দেওয়া হয়েছে। আগত পঞ্চায়েত সদস্যদের প্লাস্টিক বর্জনের জন্য বাজারের জন্য ব্যাগ দেওয়া হয়েছে৷ এছাড়াও আম্রপল্লি গাছের চারা দেওয়া হয়েছে। ওই পঞ্চায়েত সদস্যদের মাধ্যমেই গ্রামে গ্রামে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হবে৷