Paris Olympics 2024 : চিনে নিন প্যারিসের ম্যাসকটকে ফ্রান্সের পতাকার লাল, সাদা এবং নীল রঙে রাঙানো এবারের প্রতীক।

0
24

প্রতিটা অলিম্পিকেই আয়োজক দেশ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরে ম্যাসকটের মাধ্যমে। শুধু অলিম্পিক নয়, বিশ্বের সমস্ত টুর্নামেন্টেই সেই চেষ্টা দেখা যায়। তা সে ক্রিকেট বিশ্বকাপ হোক বা ফুটবল। আর ‘গ্রেটেস্ট সো অন আর্থ’-এর ক্ষেত্রেও এবার তার ব্যতিক্রম হয়নি। প্যারিস অলিম্পিকের ম্যাসকট ফ্রাইজ আসলে দেখতে ছোট্ট টুপির মতো। ঐতিহ্যবাহী টুপিগুলি রাঙিয়ে তোলা হয়েছে ফ্রান্সের পতাকার লাল, সাদা এবং নীল রঙে। আর বুকে রয়েছে প্যারিস অলিম্পিকের লোগো।
ফ্রাইজ টুপির মাধ্যমে তুলে ধরা হয়েছে ফ্রান্সের স্বাধীনতা ও ঐক্যের বার্তা। ফরাসি বিপ্লবের ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে এই প্রতীক। সাধারণত, এই ধরনের টুপি ফ্রান্সের কিংবদন্তি মারিয়ানের মাথায় দেখা যায়। অনেকে একে লিবার্টি ক্যাপও বলে থাকেন। রোমান সভ্যতার আমলে দাসত্বের বিরুদ্ধে মুক্তির বার্তা তুলে ধরে এই টুপি। যা ফরাসি প্রজাতন্ত্রের প্রতীক। আর সেটাই এবার ফিরে এসেছে প্যারিস অলিম্পিকে।

।। সংগৃহীত।।