“অপারেশন বিজয়”-এই ভারতীয় সেনাবাহিনীর সকল বীর সৈনিক গণকে আজ বিজেপির মন্ডল ১ এর সাংগঠনিক তরফে হবিবপুর ব্লকের আইহো এলাকায় শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করা হলো।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা : —পালিত হলো কার্গিল দিবস। ২৫ বছর আগে ১৯৯৯ সালে আজকের দিনে পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। হিমালয়ের চূড়ায় প্রতিকূল পরিবেশে লড়া ভারতীয় সেনাবাহিনীর এক অসামান্য প্রতিরোধের সাক্ষী হয়েছিলো গোটা বিশ্ব।”অপারেশন বিজয়”-এই ভারতীয় সেনাবাহিনীর সকল বীর সৈনিক গণকে আজ বিজেপির মন্ডল ১ এর সাংগঠনিক তরফে হবিবপুর ব্লকের আইহো এলাকায় শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করা হলো। শুক্রবার সন্ধ্যায় আইহো এলাকায় মোমবাতি হাতে একটি র‍্যালি করা হয় গোটা আইহো বাজার পরিক্রমা করে আইহো বাসস্ট্যান্ডে উক্ত বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে মোবাতি দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।উপস্থিত ছিলেন মালদা বিজেপি জেলা সভাপতি উজ্জ্বল চৌধুরী, জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, এছাড়াও বিজেপির কর্মী সমর্থকরা।