নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা হাইস্কুলের শ্রেণীকক্ষে পড়ুয়াদের মারপিটের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল, শোরগোল শহর জুড়ে। ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের ব্যক্তিগত বচসাকে কেন্দ্র করে ক্লাসের মধ্যেই দুই ছাত্রের মধ্যে তুমুল মারামারি। ক্লাস রুমে ঘটে যাওয়া ঘটনার মুহুর্তের সেই ভিডিও অন্য এক ছাত্র মোবাইল বন্দি করে। ওই ভিডিওতে দেখা যায় একটি ছাত্রকে মাটিতে ফেলে ঘিরে ধরে কয়েকজন ছাত্র মারধর করছে। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এরকম ঘটনা কাম্য নয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ব্যক্তিগত কোনও সমস্যা নিয়েই দুই ছাত্রের বচসা গড়ায় হাতাহাতিতে। সেই মারামারি করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।
ওই ঘটনাটিকে কেন্দ্র করে উঠছে বেশ কয়েকটি প্রশ্ন, স্কুল মানেই শিষ্টাচার, শিক্ষার্থীদের মধ্যে এহেন অকথ্য গালিগলাজ ও তুমুল মারামারি কি আদৌ গ্রহনযোগ্য? ক্লাস রুম গুলিতেই বা ঠিক কি পরিবেশ তৈরি হচ্ছে? দাদাদের এহেন কাণ্ডকারখানা দেখে ও শুনে ওই স্কুলেরই ছোট ছাত্ররা কি শিখবেন? স্কুলে ফোন আনার অনুমতিও কি রয়েছে? উল্লেখযোগ্যভাবে এতো প্রশ্ন উঠলেও এর উত্তর এখনও অজানাই।