রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি হবে না এই নিষেধাজ্ঞা জারির পর থেকে সীমান্তে কড়া হলো পুলিশি নিরাপত্তা।

0
24

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি হবে না এই নিষেধাজ্ঞা জারির পর থেকে সীমান্তে কড়া হলো পুলিশি নিরাপত্তা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমানা পশ্চিম মেদিনীপুর জেলার সোনাকনিয়াতে আটকে দেওয়া হল ভিন রাজ্যের দিকে যাওয়া সমস্ত আলু বোঝাই লরি। গতকাল গভীর রাত্রি থেকে সেই সমস্ত লরি জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় অনুমতি না থাকায় সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে বাংলা উড়িষ্যা সীমানা সনাকনিয়া চেকপোষ্টে। উড়িষ্যার সীমানাবর্তী দাঁতন থানার বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের ধারে আটকে দেওয়া হয়েছে অন্ধ্র ও উড়িষ্যা গামী আলু বোঝাই লরি। পশ্চিমবঙ্গের হুগলি চন্দ্রকোনা গড়বেতা প্রভৃতি এলাকা থেকে লরিতে করে ভিন রাজ্য উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে আলু সাপ্লাই হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গে আলুর দাম বেড়ে যাওয়ায় রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই মোতাবেক গতকাল গভীর রাত্রি থেকে উড়িষ্যা সীমান্ত সোনাকনিয়া নাকা চেকপোষ্টে আটকে দেওয়া হলো সমস্ত আলু বোঝাই লরি। লরিগুলিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিরে যাওয়ার অপেক্ষা করতে থাকে। লরিচালকদের দাবি গতকাল রাত থেকে হঠাৎ করে উড়িষ্যা সীমানাবর্তী দাঁতন থানার সোনাকনিয়া চেকপোষ্টে আটকে দেওয়া হয়েছে তাদের।