হারিয়ে যাওয়া খেলাগুলিকে আবার ফিরিয়ে আনতে উদ‍্যোগ নিয়েছে ফালাকাটা স্পোর্টস অ‍্যাকাডেমি ও ফালাকাটা টাউন ক্লাব।

0
18

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হারিয়ে যাওয়া খেলাগুলিকে আবার ফিরিয়ে আনতে উদ‍্যোগ নিয়েছে ফালাকাটা স্পোর্টস অ‍্যাকাডেমি ও ফালাকাটা টাউন ক্লাব। নৌকা বাইচ এক সময় গ্রামগঞ্জের বড় বিল বা খালে প্রচুর দেখা যেত। কিন্তু বর্তমানে তা হারিয়ে যেতে বসেছে। নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে ফালাকাটায়।শুক্রবার রাতে নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ফালাকাটার টাউন ক্লাবে। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় ছিলেন ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি সম্পাদক সহ নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির সদস্যগণ। এই প্রসঙ্গে কমিটির সম্পাদক সুশান্ত কুমার রায় জানান, আগামী ১৫ ই সেপ্টেম্বর ফালাকাটার মুজনাই নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৬ টি দল নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া খেলাগুলিকে উৎসাহ প্রদানের লক্ষে এই নৌকা বাইচ আয়োজন।