খুঁটি পূজার মাধ্যমে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ১৬ তম বর্ষের পুজো প্রস্তুতির শুভারম্ভ অনুষ্ঠান।

0
71

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির রন্ধ্রে রন্ধ্রে সদা বিরাজমান। বর্তমানে খুঁটি পুজো উপলক্ষে সূচনা হয় ঢাকে কাঠি পড়ার। উৎসব প্রিয় বাঙালির মন মা দুর্গার আবাহনে উল্লসিত হয়ে ওঠে। আজ ছাতনার শুশুনিয়াতে খুঁটি পূজার মাধ্যমে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ১৬ তম বর্ষের পুজো প্রস্তুতির শুভারম্ভ অনুষ্ঠান আয়োজিত হলো। আজ সার্বজনীন প্রাঙ্গনে এই খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র এবং ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস ও অন্যান্য শুভানুধ্যায়ী এবং সমিতির সদস্যরা। সমিতির তরফে উপস্থিত অতিথিবর্গদের হাতে তুলে দেওয়া হয় ছোট্ট চারাগাছ। অনান্য বছরের মত এ বছরও পূজোর থিমে চমক থাকবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।