পোস্টার বা লিফলেট নয়, রীতিমতো ফ্লেক্স তৈরি করে টাঙানো হয়েছে ফালাকাটা শহর জুড়ে।

0
44

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পোস্টার বা লিফলেট নয়, রীতিমতো ফ্লেক্স তৈরি করে টাঙানো হয়েছে ফালাকাটা শহর জুড়ে। কোথাও লেখা রয়েছে ‘জলই জীবন, জল অপচয় বন্ধ করুন’। আবার কোথাও বা ‘জমা জল ও আবর্জনা পরিষ্কার রেখে ডেঙ্গি থেকে নিজেকে রক্ষা করুন’-এমনই নানা সতর্কবার্তা। সৌজন্যে লায়েন্স ক্লাব অফ ফালাকাটা। পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিল লায়েন্স ক্লাব অফ ফালাকাটা। পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়ে সচেতন করতে ফালাকাটা শহরজুড়ে ফ্লেক্স লাগানোর কাজ করলেন লায়েন্স ক্লাব অফ ফালাকাটা। শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন সচেতনতার বার্তা লেখা ফ্লেক্স লাগিয়ে মানুষকে অবগত করার উদ্যোগ নিলেন সংগঠনের কার্যকর্তারা। সারাবছর ধরে এই কর্মসূচি অব্যাহত থাকতে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।