এবারের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, পবিত্র দিন উপলক্ষে জটেশ্বর শিব মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় বাড়ছে।

0
24

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী মন্দির হল জটেশ্বর শিব মন্দির। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। তবে শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের ভিড় কিছুটা হলেও বেড়ে যায় এই মন্দিরে। ইতিমধ্যেই বহু ভক্ত শিবের মাথায় জল ঢালার জন্য পায়ে হেঁটে রওনা হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। সেই উপলক্ষে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে জটেশ্বর শিব মন্দির।এই দিন, অর্থাৎ ২৯ জুলাই এবারের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই পবিত্র দিন উপলক্ষে জটেশ্বর শিব মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় বাড়ছে। এদিন মহিলা ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সকলে লাইনে দাঁড়িয়ে মন্দিরের গেটে প্রবেশ করেন। এদিকে মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে সকল ভক্তদের সুষ্ঠুভাবে পুজো দেওয়া ও জল ঢালা যাতে সম্পন্ন হয় তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।