নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত হবে বিরাট কর্মসূচি। ইতিমধ্যেই সেই কর্মসূচিকে সফল করতে সারা রাজ্যের পাশাপাশি উদ্যোগ গ্রহণ করেছে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন ও প্রচার। জানা গিয়েছে, গত বছরের থেকে এবছর ফালাকাটা থেকেই অনেক বেশি পরিমাণ ছাত্র-ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনন্ত সরকার জানিয়েছেন, “গত বছরের চেয়ে আলিপুরদুয়ার জেলা সহ ফালাকাটা থেকে অনেক বেশি সংখ্যক ছাত্র পরিষদের কর্মী সমর্থক গান্ধী মূর্তির পাদদেশে আগামী ২৮ আগস্ট উপস্থিত হবে।” এদিনের ওই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনন্ত সরকার, যুব নেতা নিলাম নন্দী সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং নেতৃবৃন্দ। ইতিমধ্যেই, আসন্ন দলীয় ওই কর্মসূচিকে সফল করতে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে যথেষ্ট ভাবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন...