নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে উড়লো সবুজ আবির, সবকটি সিট দখল করে সমবায় সমিতি দখল করল তৃণমূল।

0
49

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফের পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি সমবায় সমিতি নিজেদের দখলে ধরে রাখল শাসকদল। রবিবার পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি। সকাল থেকে নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারী স্কুলের শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট আসন সংখ্যা ৮টি, তৃনমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে ৮টি করে আসেন প্রার্থী দিলেও ৪টে আসেনে প্রার্থী দেয় সিপিআইএম। নিমতৌড়ি, উত্তর সাওতানচক, উত্তর নারিকেলদা, কুলবেড়্যা এবং উত্তর সোনামুই মৌজার মোট ৩৬৭ জন এই সমবায় নিমতৌড়ির ভোটার রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও ২০২৪ এর লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি। তবে নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ৮টি আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করে তৃনমূল কংগ্রেস। বৃষ্টি উপেক্ষা করে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেন।