মেদিনীপুর ইঞ্জিনীর্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শহরের উপকণ্ঠ ধর্মাতে।

0
26

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজকে ধরে রাখতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষ রোপন করা হচ্ছে, পাশাপাশি এই কর্মসূচিতে হাত বাড়িয়েছে এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলি, রবিবার মেদিনীপুর শহরের উপকণ্ঠ ধর্মা এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করলো মেদিনীপুর ইঞ্জিনীর্স ক্লাবের সদস্যরা, দুই শতাধিকের বেশি বৃক্ষরোপণ করা হয় বলে ক্লাব সংগঠনের তরফে জানানো হয়েছে,এই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর সৌরভ বসু, যারা উপস্থিত ছিলেন তরুণ কুমার রায়, কার্তিক চন্দ্র করণ, রাজেশ দেব শর্মা, বাসন প্রিয় পাল, আশীষ কুমার নন্দী, ইন্দ্রনীল বেরা, হিমালয় খান, সৌমেন দাস, বিষ্ণু মাহাতো, সুমিত ডোগোর সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে ক্লাব সংগঠনের তরফে জানানো হয়েছে।