বর্ধমান পৌরসভার উদ্যোগে ডেঙ্গু থেকে বাঁচতে জমা জল ও পুকুরে গাপটি মাছ ছাড়া হলো।

0
16

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতিনিয়ত ডেঙ্গুর প্রভাব বাড়ছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সচেতন মূলক বার্তা সহ বিভিন্ন প্রান্ত মাইকিং প্রচার চলছে সেই নিয়ে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ড ৩ লক্ষ ১৫ হাজার গাপ্তি মাছ ছাড়া হয় মূলত রাজ্য সরকারের নির্দেশ মতোই এই তিন লক্ষ পনের হাজার গাপ্তি মাছ ৩৫টি ওয়ার্ডে তা বন্টন করা হয় আর আজ বর্ধমান পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকার জমা জল ও পুকুরে গাপ্তি মাছ ছাড়া হল বর্ধমান পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৃক্রিতি হাজরা নিজের হাতে এই মাছ ছাড়েন সহকর্মীদের নিয়ে কাউন্সিলর জানান মাছ ছাড়ার পাশাপাশি আমরা এই ওয়ার্ড বিভিন্ন রকম সচেতন মূলক বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি ডেঙ্গুর হাত থেকে বাঁচতে বিগত দিনে এই ওয়ার্ডে প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় মানুষ তাই আরো যতটা সচেতন করা যায় সেই নিয়েই মূলত কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি।