অনাবৃষ্টি এবং একটানা দাবদাহর প্রভাবে এবার ক্ষতিগ্রস্ত ধান চাষিরা। সরকারি সহায়তার দাবি।

0
21

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- অনাবৃষ্টি এবং একটানা দাবদাহর প্রভাবে এবার ক্ষতিগ্রস্ত ধান চাষিরা। সরকারি সহায়তার দাবি।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান অর্থকরী ফসল ধান। এজেলার আটটি ব্লক জুড়ে ১ লক্ষ ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। এই অনাবৃষ্টির জেরে প্রভাব পরেছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। এমূহূর্তে জলস্তর নেমে গিয়েছে। ফাটল শুরু হয়েছে ধানের জমিতে। ডিপ টিউবওয়েল, সাব মার্সিবলের মত জল তোলার যন্ত্র না থাকায় ব্যপক ক্ষতি। এদিকে মাস দেড়েক ধরে চলছে তীব্র দাবদাহ, অনাবৃষ্টির মত চাষের প্রতিকূল আবহাওয়া। চাষিদের কথায়, ধানের বিছন শুকিয়ে যাচ্ছে। কিছু জমিতে লাগানো ধান জলের অভাবে নেতিয়ে পরেছে। স্থানীয় কৃষি দপ্তরের পাশাপাশি সরকারকে এগিয়ে আসার দাবি।